উত্তর গাজায় ইসরায়েলি বোমা হামলায় আজ নিহত কমপক্ষে ৭৩ জন
লেবাননের পাশাপাশি গাজায় হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। আজ (রবিবার ২০ অক্টোবর) সকালে উত্তর গাজার বেত লাহিয়ায় হামলা চালিয়ে অন্তত ৭৩ জনকে হত্যা করেছে।
তাছাড়া অনেক লোক বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, গাজার সরকারি মিডিয়া অফিস এমনই বলছে। বেত লাহিয়ায় ১৬ দিনের ইসরায়েলি সামরিক অবরোধ আটকে পড়া বাসিন্দাদের জন্য খাদ্য, জল, ওষুধ ও গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর সরবরাহ এখনও বন্ধ রেখেছে ইসরায়েল।
অক্সফাম বলেছে, দক্ষিণ গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে যাওয়া চারজন প্রকৌশলী ও শ্রমিক নিহত হয়েছেন।
গাজায় গত বছর ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি বন্দী হয় হামাসের হাতে। এর প্রতিশোধ নিতে ইসরায়েল সারা বছর অবিরাম হামলা চালাচ্ছে গাজায়।
এদিকে কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৪৪৮ জন। আহতের সংখ্যা কমপক্ষে ১১ হাজার ৪৭১। সূত্র: আল জাজিরা