Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

লেবানন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ শনিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার খবর পাওয়া গেলো। হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামলার সময় নেতানিয়াহু বা তার স্ত্রী সেখানে ছিলেন না। এছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

আইডিএফ বলেছে, আজ শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ড্রোনের মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল। 

এর আগে সকালে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তারা ইসরায়েলে অন্তত ৭৫টি প্রজেক্টাইল ছুড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানানো হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন