Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় ৩৩ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

ইসরায়েলি হামলায় গাজায় ৩৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নারীসহ অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকা পড়ার কারণে প্রাণহানির সংখ্যা ৫০ জনে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বোমা হামলায় ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল সীমান্তে হামাসের হামলা চালিয়েছিল। এতে নিহত হয়েছে ১ হাজার ২০০ জন ইসরায়েলি এবং ২৫০ জনকে জিম্মি করে হামাস। আর এসব হত্যার প্রতিশোধ ও জিম্মিদের উদ্ধারে ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বড় আকারের আক্রমণ চালাচ্ছে।

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন