সকাল ৭টার দিকে, ৭২ বছর বয়সী এক নারী তার রাতের শিফটের কাজ থেকে বাড়ি ফেরেন। ইচিকাওয়া শহরে তিনি তার বাড়িটি বিশৃঙ্খল অবস্থায় দেখতে পান। তিনি পুলিশে ফোন করেন। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, বাড়িটি প্রকৃতপক্ষে লুটপাট করা হয়েছিল। বাড়ির প্রথম তলায় একটি কাচের জানালা ভাঙা হয়েছিল। বাসভবনে পার্ক করা একটি গাড়ি পাওয়া যাচ্ছিল না। এটা গতকাল বৃহস্পতিবারের (১৭ অক্টোবর) ঘটনা।
তার আগের দিন একই এলাকার শিরোই শহরে একটি ডাকাতির সময়, ৭০ বছরের এক নারী ও তার ৪০ বছর বয়সী মেয়ে তাদের বাড়িতে একদল পুরুষের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। তারা ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাতরা তাদের চোখ বেঁধে ফেলে। ডাকাতদের একজনকে ফোনে কথা বলতে শোনা গেছে। ডাকাতরা পালানোর আগে প্রায় ২ লাখ ইয়েন ও একটি গাড়ি নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে এসব তথ্য। ভোরের দিকে বাড়ির সামনের দরজার পাশের জানালা ভেঙে ওই ব্যক্তিরা ঘরে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বুধবার ৭৫ বছর বয়সী হিরোহারু গোটো নামে এক ব্যক্তিকে ইয়োকোহামা শহরের আওবা ওয়ার্ডে তার বাড়িতে হাত-পা বাঁধা মৃত অবস্থায় পাওয়া গেছে। তদন্তকারীরা হামলার আলামত পেয়েছেন।
একজন প্রতিবেশী লক্ষ করেছেন, গোটোর সদর দরজার পাশে একটি জানালা আগের দিন থেকে খোলা ছিল। তখন এই প্রতিবেশী পুলিশের সাথে যোগাযোগ করেন।
যখন পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান তখন সদর দরজা বন্ধ ছিল কিন্তু পাশের জানালাটি ভাঙ্গা এবং আংশিক খোলা ছিল। ডাকাতরা সেখান দিয়ে প্রবেশ করেছিল বলে পুলিশের ধারণা।
তদন্তকারীরা গোটোর মৃতদেহ বাথরুমের কাছে পেয়েছেন। ক্ষতচিহ্ন দেখে তারা অনুমান করেছেন, গোটো একাধিক আততায়ীর হাতে আক্রান্ত হতে পারেন।বাড়িটিতে তখন গোটো একাই ছিলেন।
গোটোর বাড়িটি একটি বিচ্ছিন্ন বিল্ডিং। মেট্রোপলিটন এলাকায় একের পর এক ডাকাতির শিকার অন্যান্য বাড়ির সঙ্গে গোটোর বাড়ির সাদৃশ্য রয়েছে।
তদন্তে পুলিশ জেনেছে, যারা এসব ডাকাতির সঙ্গে জড়িত তারা ‘খণ্ডকালীন কালো চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে’ নিয়োগ পেয়েছিল। অর্থাৎ এই ডাকাতরা বিচ্ছিন্ন নয়, বা ছোট ছোট গ্রুপও নয়, তারা বরং বড় বড় ডাকাতের নিয়োগকৃত চাকুরে। বসের নির্দেশনামোতাবেক তারা সুনির্দিষ্ট বাড়িতে ডাকাতি করে এবং এর বিনিময়ে বেতন পায়।
এই চাকরির জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দেওয়া হয়। পুলিশের অনুরোধে গত বছর ইন্টারনেট থেকে 'খণ্ডকালীন কালো চাকরির তিন হাজার বিজ্ঞাপন’ মুছে ফেলেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সূত্র: জাপান টাইমস