হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:০১ পিএম
ইয়াহিয়া সিনওয়ার
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম সিনওয়ার নিহতের খবর প্রকাশ করেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহটির ডিএনএ পরীক্ষা চলছে।
অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি তারা তদন্ত করছে।
হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন। এরপর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠী হামাস।