ভারতীয় সুপ্রিম কোর্টের রায়
বাংলাদেশের সেই নাগরিকরা ভারতে নিবন্ধন পাচ্ছেন
ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের ধারা 6A-এর সাংবিধানিক বৈধতা বহাল রেখে রায় দিয়েছে আজ বৃহস্পতিবার। এর ফলে ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে বাংলাদেশ থেকে যারা ভারতের আসামে গিয়েছিলেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন।
এর আগে সরকার 6A-এ ধারা স্থগিত করেছিল।
ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ 6A বহাল রেখেছে। বেঞ্চের ৫ বিচারপতির মধ্যে চারজন পক্ষে ভোট দিয়েছেন। বিচারপতি জে বি পারদিওয়ালা রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, এমএম সুন্দরেশ ও মনোজ মিশ্র। নাগরিকত্ব আইনের ধারা 6A প্রবর্তিত হয়েছিল ১৯৮৫ সালে। সেই আইনে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে যারা ১৯৬৬-৭১ সালের মধ্যে ভারতে প্রবেশ করেছিল, তাদের ভারতীয় নাগরিক হিসাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে সরকার সেটা স্থগিত করেছিল।
রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, 6A প্রবর্তিত হয়েছিল অবৈধ অভিবাসনের সমস্যার একটি রাজনৈতিক সমাধানের জন্য। সূত্র: ফাইনান্সিয়াল এক্সপ্রেস