দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই ওমর আব্দুল্লাহ বললেন, ‘আই অ্যাম ব্যাক’
ওমর আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দ্বিতীয়বার শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। রাজ্যটির বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো সরকার পেলো অঞ্চলটির জনগণ। আজ বুধবার (১৬ অক্টোবর) শপথ গ্রহণ করেন তিনি।
শপথ গ্রহণ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) নিজের অফিসে বসা একটি ছবি পোস্ট করেন তিনি, ক্যাপশনে লেখেন, আমি ফিরে এসেছি।
শপথগ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওমর। ছয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।