Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে আরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল, উত্তর গাজায় অসংখ্য হত্যাকাণ্ড

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

লেবাননে আরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল, উত্তর গাজায় অসংখ্য হত্যাকাণ্ড

১৯৯৬ ও ২০০৫ সালে ইসরায়েলি গণহত্যার শিকার হয়েছিল লেবাননের গ্রাম কানাতে। সেখানে আবার ইসরায়েলি বোমা হামলায় একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

আর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আটকে পড়া বাসিন্দাদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। উত্তর গাজা অবরোধ ১২তম দিনের শুরুতে ইসরায়েলি বাহিনী পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে বুধবারের হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

আগের দিন মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজা জুড়ে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ভূখণ্ডের দক্ষিণে আবু তামিয়া পরিবারের ১০ সদস্য রয়েছেন।

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম একটি টেলিভিশন ভাষণে ইসরায়েলকে বলেছেন, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ফিরে আসার সমাধান হলো লেবানন ও গাজায় যুদ্ধবিরতি।

গাজায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৩৪৪ জন নিহত এবং ৯৯ হাজার ১৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিলেন এবং ২০০ জনের বেশি মানুষকে বন্দী করেছিল হামাস।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন