Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নিকারাগুয়ার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নিকারাগুয়ার

নিকারাগুয়া সরকার ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। গাজা যুদ্ধের তারা এই বিচ্ছিন্নতা তৈরি করবে।

নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন। দেশটির কংগ্রেস গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার পর এই পদক্ষেপ আহ্বান জানান। এবং পরে প্রস্তাব পাস হয়।

মুরিলো, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী, বলেছেন, তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন, "ইসরায়েলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে"।

ঘোষণাটি মূলত একটি প্রতীকী, যেহেতু ইসরায়েলের নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন। সূত্র: আল জাজিরা

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন