Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার মসজিদে হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৫ এএম

গাজার মসজিদে হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে আক্রমণ করেছে। এতে লেবাননের রাজধানী বৈরুতের চারপাশে "আকাশে আগুনের শিখা এবং শব্দ প্রতিধ্বনিত"সহ "বিশাল বিস্ফোরণ" হয়। একই সময় গাজার একটি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ও গাজার স্বাধীনতাকামী বাহিনী হামাসের মধ্যে যুদ্ধের প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালের কাছে ওই মসজিদে হামলা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহু বাস্তুচ্যুত মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে লেবাননের একটি নিরাপত্তা গণমাধ্যমকে জানিয়েছেম, গত শুক্রবার থেকে হিজবুল্লাহ তার নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম সাফিউদ্দীনের সাথে যোগাযোগ হারিয়েছে, যিনি গ্রুপের সম্ভাব্য পরবর্তী নেতা হিসাবে ব্যাপকভাবে প্রচারিত।

প্যারিস থেকে নিউইয়র্ক এবং কেপটাউন পর্যন্ত বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

গাজায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮২৫ জন নিহত এবং ৯৬ হাজার ৯১০ জন আহত হয়েছেন। ইস্রায়েলে, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনের বেশি লোককে হামাস বন্দী করেছিল। সূত্র: আল-জাজিরা


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন