Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এদিকে আজ শনিবার উত্তেজনা দেখা দেওয়ায় লাহোরেও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা, গতকাল শুক্রবারের পর আজ শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এ কারণে এসব এলাকায় মোবাইলের ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়েছে।

অপরদিকে কারাবন্দি ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যদি পুলিশি বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থান নেন।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তায় বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন