Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-সমর্থিত হুতিদের ১৫ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম

ইরান-সমর্থিত হুতিদের ১৫ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরান-সমর্থিত হুতিদের অন্তত পনেরটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বিমান বাহিনী।

পেন্টাগন বলেছে, নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে এই হামলা চালানো হয়েছে।

গত নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে অন্তত একশ জাহাজে হামলা করেছে এবং এর মধ্যে দুটি নৌযান ডুবে গেছে।

বিদ্রোহী এই গোষ্ঠীটি বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তারা এসব হামলা করেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এবার হুতিদের অস্ত্রসম্ভার, ঘাঁটি ও অন্য উপকরণ লক্ষ্য করে হামলা করা হয়েছে।

হুথি সমর্থিত মিডিয়া জানিয়েছে, যেসব শহর আক্রান্ত হয়েছে তার মধ্যে সানা একটি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন