Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েল

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

জাতিসংঘ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েল

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানাতে ব্যর্থ হওয়ার দাবি করে তারা এই নিষেধাজ্ঞা জারি করেছে।

এক বিবৃতিতে কাৎজ বলেন, ইরানের হামলার পরপরই গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি। যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। তিনি অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলবিরোধী মহাসচিব বলে দাবি করে বলেন, গুতেরেস সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন।

উল্লেখ্য, ইরান গতকাল মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গাজায় হামাসের ওপর হামলা ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এ হামলা করেছে বলে জানিয়েছে তেহরান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন