Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অর্ধেক বন্দর শ্রমিক ধর্মঘটে অচল

দৈনিক ক্ষতি ৫ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের অর্ধেক বন্দর শ্রমিক ধর্মঘটে অচল

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এবং উপসাগরীয় বন্দর শ্রমিকরা প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম বড় আকারের ধর্মঘট শুরু করেছেন। মজুরি নিয়ে একটি নতুন শ্রম চুক্তির জন্য আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রায় অর্ধেক দেশের সমুদ্রগামী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

ধর্মঘটে ৩৬টি বন্দর থেকে খাবারসহ সব পণ্য খালাস অবরুদ্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) এই ধর্মঘট শুরুর পর থেকে প্রতিদিন ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। 

সরকার, শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে দরকষাকষি হলেও ধর্মঘটটি দ্বিতীয় দিনে চলে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

ইন্টারন্যাশনাল লংশোরমেনস অ্যাসোসিয়েশন ইউনিয়ন, যারা ৪৫ হাজার বন্দর শ্রমিকদের প্রতিনিধিত্ব করে, সোমবার মধ্যরাতে নিয়োগকর্তাদের সাথে আলোচনা করেছিল। কিন্তু ফল মেলেনি।

এর আগে ১৯৭৭ সালে একবার এমন ধর্মঘট হয়েছিল।

জেপি মরগান বিশ্লেষকদের অনুমান, ধর্মঘটে আমেরিকান অর্থনীতিতে প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

ধর্মঘটী শ্রমিকরা বিভিন্ন বন্দর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ড্যাগেট তাদের একজন। তিনি সাংবাদিকদে বলেন, ‘এই দেশে যা কিছু আসে তা এই জাহাজের কন্টেইনার থেকে আসে যেখানে আমার লোকেরা কাজ করে। আমি চাই বিশ্ব তা জানুক। বোলো না যে আমরা লোভী। লোভী সেই জারজগুলো যারা এই সব কোম্পানির মালিক।’ সূত্র : রয়টার্স

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন