Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পিএম

ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান। মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। 

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলজুড়ে হামলার সতর্কসংকেত বাজানো হচ্ছে। ইরান থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে এই হামলার জন্য ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড দেশের বিভিন্ন অংশের জনগণকে জীবন রক্ষাকারী নির্দেশনা প্রদান করেছে বলে জানা গেছে। দেশের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় অবস্থানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা পতনের।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর রয়েছে। যেকোনো স্থানে হুমকি শনাক্ত ও প্রতিহত করছে। এমনকি এই মুহূর্তেও। আমরা বিভিন্ন ধরনের হুমকির মুখোমুখি হওয়ায় আশঙ্কা রয়েছে যে সতর্কবার্তাগুলো বেশিরভাগ এলাকায় কার্যকর হবে।

অপরদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া, হাসান নাসরাল্লাহ এবং নিলফোরশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শাহাদতের প্রতিশোধ হিসেবে আমরা দখলকৃত ভূখণ্ডের মূলকেন্দ্রকে লক্ষ্য করেছি।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে ইসরায়েলের ওপর তাদের ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। তবে ইসরায়েলি সরকারকে পাল্টা হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন