গোবিন্দ। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে তিনি গুলিবিদ্ধ হন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলবার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গোবিন্দকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলবার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গোবিন্দকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।
গোবিন্দের ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওর পায়ে লাগে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।