Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১০৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১০৫ জন নিহত

ইসরায়েলি বিমান লেবানন জুড়ে অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের রাজধানী বৈরুতের শহরতলির পর এবার রাজধানীর কোলা এলাকায় বোমা হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় গতকাল আরও ১০৫ জন নিহত হয়েছেন। 

ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ এবং রাস ইসাতে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। তাছাড়া ইসরায়েলি সৈন্যরা সামরিক সরঞ্জাম এবং যানবাহনসহ লেবানন সীমান্তের কাছে জড়ো হচ্ছে। 

ইসরায়েল গাজা উপত্যকা জুড়েও তাদের হামলা অব্যাহত রেখেছে। গতকাল সেখানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

গাজায় অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ হাজার ৫৯৫ জন নিহত এবং ৯৬ হাজার ২৫১ জন আহত হয়েছেন। ইস্রায়েলে গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১১৩৯ নিহত হয়েছিল। ২০০ জনের বেশি লোককে বন্দী করেছিল হামাস। সেই থেকে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। সূত্র : আল জাজিরা

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন