হাসান নাসরুল্লাহর হত্যা
হিজবুল্লাহ’র বড় পরিবর্তনে ইসরায়েলের পথকে আরও কঠিন করবে
ছবি: সংগৃহীত
কেউ হয়তো ভাবেনি এতো দ্রুত বা এতো সন্নিকটে ছিল হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু। এভাবে তাকে হত্যা করা হবে কেউ হয়তো ভাবেনি। কিন্তু তার এই হত্যার হিজবুল্লাহর মধ্যে বড় পরিবর্তন নিয়ে আসবে।
নাসরুল্লাহর মানুষকে আকৃষ্ট করার এবং মানুষের ওপর প্রভাব বিস্তার করার দারুণ এক শক্তি ছিল। তিনি যদি মানুষকে রাস্তায় নামতে বলতেন মানুষ রাস্তায় নেমে যেত। এখন থেকে সবকিছুই ভিন্নভাবে ঘটবে।
নাসরুল্লাহর হত্যার পর হিজবুল্লাহতে নতুন নেতৃত্ব আসবে। নতুন কমান্ডাররা আসবে। তবে হয়তো তাদের নাম ঘোষণা করা হবে না। এটা হয়তো হিজবুল্লাহর নিজের জন্যই কঠিন হবে যে প্রকৃতই দলটিকে কে নেতৃত্ব দিচ্ছে। তবে হিজবুল্লাহর চেয়ে ইসরায়েলের এটা বুঝা কঠিন হবে আসলে কে নেতৃত্বে আছেন।
উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।