Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ইচ্ছা পূরণ হতে দেবে না ইরান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

নেতানিয়াহুর ইচ্ছা পূরণ হতে দেবে না ইরান

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শুরু থেকেই স্বপ্ন ইরানের সঙ্গে যুদ্ধ করবেন। ইরানকে ধসিয়ে দেবেন। কিন্তু ইরান সরাসরি কখনো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যায়নি। বরং প্রক্সি যুদ্ধেই ইরানের মনোযোগ বেশি। নিজেদের সবচেয়ে বিচক্ষণ সমরবিদ কাসেম সোলাইমানিকে হারানোর পরও ইরান সরাসরি যুদ্ধে যায়নি। 

এখন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইরান একই কৌশল নেবে বলে রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক আল জাজিরারকে জানিয়েছেন। 

তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান সম্ভবত সর্বাত্মক হামলার পথ বেছে নেবে না। কারণ তা ইসরায়েলকে সুবিধা দেবে। 

তিনি আরও বলেন, ইরানিরা বরং কৌশলী এবং একই সাথে বাস্তবিক চিন্তা করে যে তার প্রমাণ তারা রেখেছে। ইরানিদের সচরাচর মনোভাব যেটা, প্রক্সির মাধ্যমে ইসরায়েলকে দুর্বল করতে দেখা যাবে। 

রিজক বলেন, হিজবুল্লার এখনো গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা আছে। এছাড়া ইয়েমেন ও ইরাকে থাকা মিত্রদের ব্যবহার করতে পারে ইরান। 

তিনি বলেন, এটা বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের স্বপ্ন, সম্ভবত তার রাজনৈতিক জীবন শুরুর পর থেকেই স্বপ্ন ইরানের বিরুদ্ধে লড়বেন। কিন্তু আমি করি ইরানিরা তার ইচ্ছা পূরণ করতে দেবে না। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন