Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভারতের পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে শুধু জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। ২০২৩ সালের জুনের তুলনায় এটি ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগের বছর যুক্তরাষ্ট্র থেকে ভারতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছিল। এরপরে ছিল বাংলাদেশের অবস্থান। এ বছরযুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম অবস্থানে চলে গেছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন