Logo
Logo
×

আন্তর্জাতিক

নাসরুল্লাহের নিহতের খবর নিশ্চিত করল হিজবুল্লাহ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

নাসরুল্লাহের নিহতের খবর নিশ্চিত করল হিজবুল্লাহ

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। আজ শনিবার বিকেলে এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে। আইডিএফ বাংলাদেশ সময় বেলা ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।  

এ ঘটনায় হিজবুল্লাহ এবং তার অনুসারীদের জন্য অত্যন্ত শোকের এবং সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন