ইন্দোনেশিয়ার গোরোনটালো প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জানায়, জাকার্তার স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ৫১ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল গোরোনটালো শহর থেকে ৭৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রের তলদেশের ১৩২ কিলোমিটার গভীরে।
তবে কম্পনের ফলে বড় ধরনের ঢেউ সৃষ্টির আশঙ্কা নেই বলে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি বিভাগের প্রধান সেমবিরিং হেনড্রি বলেন, কম্পন উল্লেখযোগ্যভাবে অনুভূত হওয়ায় বাসিন্দারা তাদের বাড়ির বাইরে ছুটে বেরিয়ে আসে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য এখনও এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’ নামে পরিচিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে ভূমিকম্প-প্রবণ করে তুলেছে।