ভারতে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি
মুসলিম নেতা ইমতিয়াজের আহ্বানে মুম্বাইতে লংমার্চ
আউটলুক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
ভারতের মহারাষ্ট্রের মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে লংমার্চ করছেন। আজ মঙ্গলবার তারা লংমার্চে মুম্বাই যাচ্ছেন।
সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের এক পুরোহিত। তাতে সমর্থন দিয়ে বক্তব্য দেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে ও মহন্ত রামগিরি মহারাজ।
এর প্রতিবাদে মুসলিম নেতা ইমতিয়াজ জলিল ‘তিরাঙ্গা সংবিধান ব়্যালি’ নামে কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে লংমার্চ করছেন।
ইতিমধ্যে ফেসবুকে চলো মুম্বাই হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে।
তারা বলছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় আমাদের কোনো আপস নেই, মতভেদ নেই, ভয় নেই, হীনম্মন্যতা নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে গোটা মুসলিম উম্মাহ এক দেহ, এক প্রাণ। সব ভেদাভেদ ভুলে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ব।