Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জ্বালানির ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

নাইজেরিয়ায় জ্বালানির ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

ছবি: বিবিসি

নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রবিবার (৮ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানিভর্তি ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

সংস্থাটির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব প্রাথমিকভাবে ৩০জনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছিলেন। কিন্তু পরে আরেক বিবৃতিতে তিনি জানান, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়া নিহতদের আরও ১৮টি মৃতদেহ রয়েছে। নিহতদের গণদাফন করা হয়েছে। 

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রাস্তা ব্যবহারকারীদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে বলেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন