Logo
Logo
×

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে ফোনে কী বার্তা দিলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

নরেন্দ্র মোদিকে ফোনে কী বার্তা দিলেন ড. ইউনূস

ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। দুই জনের আলাপকালে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মোদিকে আশ্বাস দিয়েছেন ড. ইউনূস।

আজ শুক্রবার (১৬ আগস্ট) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্ট মোদি নিজেই বিষয়টি জানিয়েছেন। 

ওই পোস্টে মোদি লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে আমাদের মতবিনিময় হয়েছে। সেখানে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি (ড. ইউনূস) বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদি বলেন, ‘১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন