Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণের সঙ্গে পাকিস্তানের একাত্মতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

বাংলাদেশের জনগণের সঙ্গে পাকিস্তানের একাত্মতা প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ডনের এক খবরে এই সংহতির কথা বলা হয়েছে। 

বিবৃতির বরাতে এক প্রতিবেদনে ডন জানিয়েছে, কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তানের। 

বিবৃতিতে আরও বলা হয়, আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কয়েকদিন ধরে বিক্ষোভের পর ‘শান্তিপূর্ণ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার’ আশা করছে পাকিস্তান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন