Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়াহিয়া সিনওয়ার হলেন হামাসের নতুন নেতা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম

ইয়াহিয়া সিনওয়ার হলেন হামাসের নতুন নেতা

ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর হামাস ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা নির্বাচন করেছে।

হামাস বলেছে, তারা গাজার শীর্ষ কর্মকর্তা ইয়াহিয়া সিনওয়ারকে তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে।

মঙ্গলবার হামাস জানিয়েছে, ৬১ বছর বয়সী সিনওয়ার গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। ওই হামলায় এক হাজার একশর বেশি মানুষ নিহত হয় এবং ২০০ জনের বেশি বন্দী হয় হামাসের হাতে।

এর জেরে গাজায় ইসরায়েল সামরিক অভিযান চালায়, যাতে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ব্যাপক অনাহারে মানবিক সংকটে পড়েছে।

গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়াহ গুপ্তহত্যার শিকার হন। হানিয়াহকে ইসরায়েল হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। এই   হত্যাকাণ্ডের ফলে এই অঞ্চলে শোকওয়েভ বয়ে যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন