ভারতের গোয়ানাড়ে ভূমিধসে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছে তিনশর বেশি। এরই মধ্যে পর্যুদস্ত গ্রামটি লুটপাট চলছে বলে খবর এসেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।
ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন গোটা গ্রাম। ধসে পড়েছে একের পর এক ঘর। ভাগ্যক্রমে এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে যে গুটিকয়েক বাড়ি, সেখানে চলছে লুটপাট। বেঁচে যাওয়া বাসিন্দাদের বরাতে এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
প্রবল বৃষ্টিতে মঙ্গলবার ভোরে ধস নেমেছিল। তার পর থেকে বিধ্বস্ত কেরল রাজ্যের এই জনপদ। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ।
সংবাদ সংস্থা এএনআইর বরাতে আনন্দবাজার বলছে, সরকারি হিসাবে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রে, মৃতের সংখ্যা অন্তত ৩৪০। কেরল পুলিশের অতিরিক্ত ডিজি শুক্রবার জানিয়েছেন, প্রায় ৩০০ মানুষ এখনও নিখোঁজ। ৩৪৮টি বাড়ি পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনীও।