ফেসবুকের ওপর ক্ষোভ ঝাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী আনোয়ার এ ঘটনার সমালোচনা করেছেন। তিনি তার পোস্টে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি উল্লেখ করেছিলেন।
আনোয়ারের অপসারিত পোস্টটিতে হামাসের একজন নেতার সাথে তার ফোন-কলের রেকর্ড ছিল। সেখানে হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন আনোয়ার।
বুধবার (৩১ জুলাই) তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া।
পোস্ট সরিয়ে ফেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মেটাকে (ফেসবুক কর্তৃপক্ষ) পরিষ্কার করে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই কাপুরুষতা বন্ধ করুন।’
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিনের সোচ্চার সমর্থক।
আনোয়ার গত মে মাসে কাতারে হানিয়ার সাথে দেখা করেছিলেন। আনোয়ার এর আগে বলেছিলেন, হামাসের নেতাদের সাথে তার ভাল সম্পর্ক রয়েছে।
মেটা হামাসকে একটি ‘বিপজ্জনক সংস্থা’ৎ মনে করে। ইসরায়েলসহ পশ্চিমারা একই রকম মনে করে। সূত্র: আল জাজিরা