Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৭৬, পরিদর্শনে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:৪৭ এএম

ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ২৭৬, পরিদর্শনে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের গোয়ানাড়ে ভূমিধসে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে, যাদের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক।

তাছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ২১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। এখনও (১ আগস্ট) ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শোকাবহ এ ঘটনা হতাহতদের পরিবারকে সান্ত্বনা দিতে যাচ্ছেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেসনেত্রী প্রিয়াংকা। 

মঙ্গলবারের এই ভূমিধস বিষয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গোয়ানাড়ে ২৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক। নিখোঁজদের সন্ধানে উদ্ধারের কাজ এখনও চলছে বলে জেলা প্রশাসনের বরাতে গণমাধ্যমে খবর এসেছে।

ভূমিধসে গোয়ানাড়ের (ওয়েনাড়) পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা চারটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর, কফির বাগান পাথর ও কাদার নিচে চাপা পড়েছে, যেসব পাথর একেকটার ওজন হাজার টন।

‘ঈশ্বরের আপন দেশ’ বলে পরিচিত ওই অঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবাকর্মী ও স্থানীয় জনগণ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে ভারতের কর্নাটকের পাঁচ জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানে গোয়ানাড়কাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে সতর্কতা জারি করেছে সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন