Logo
Logo
×

আন্তর্জাতিক

জরিপ

ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন কমলা হ্যারিস

Icon

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:৩৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের দৌড়ে সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন—একাধিক জরিপে এমন তথ্য এসেছে। 

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে প্রস্থান করার পর ডেমোক্র্যাটিক প্রার্থী মনোনীত হন হ্যারিস। এরপর থেকে হ্যারিস দেশব্যাপী প্রচারণা শুরু করেন।

নিবন্ধিত ভোটারদের ব্লুমবার্গ নিউজ/মর্নিং কনসাল্ট জরিপ অনুসারে, হ্যারিস চারটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এগিয়ে। আর ট্রাম্প এগিয়ে আছেন দুটিতে।

জরিপ অনুসারে, হ্যারিস মিশিগানে ১১ শতাংশ পয়েন্টে; অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাদায় দুই পয়েন্টে এগিয়ে রেখেছেন ট্রাম্প থেকে।

পেনসিলভানিয়ায় ট্রাম্পের চার পয়েন্ট সুবিধা রয়েছে এবং উত্তর ক্যারোলিনায় দুই পয়েন্ট।

জরিপের ফল ভোটের ব্যালটে প্রতিফলিত হলে, জর্জিয়ায় জয়ী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

জরিপ অনুসারে, হ্যারিস জর্জিয়ায় ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন