Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা

Icon

ইউএনবি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:৩১ এএম

নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এক দুর্বৃত্ত। 

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। ট্রাম্পের কানে গুলি লেগেছে।

হামলার ঘটনায় আহত সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’ বলে তার শিবির থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, তাকে যে গুলি করা হয়েছে তা তার ডান কানের উপরের অংশে ভেদ করেছে।

হামলার ঘটনার পর দ্রুত সাবেক এই প্রেসিডেন্টকে সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চ থেকে সরিয়ে নেন। তখন দেখা যায় তার কান থেকে রক্ত পড়ছে।

একজন প্রসিকিউটর জানান, সন্দেহভাজন বন্দুকধারী ও প্রচারে অংশ নেওয়া কমপক্ষে একজন নিহত হয়েছেন। এদিকে, সিক্রেট সার্ভিস জানিয়েছে যে দুই দর্শক গুরুতর আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সব শ্রেণির রাজনৈতিক নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।

বাইডেন বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা জঘন্য, জঘন্য’।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন