নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড আস্থা ভোটে হেরে গেছেন। পার্লামেন্টে তার জোট সরকারের সবচেয়ে বড় শরিক দল সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর শুক্রবার পার্লামেন্টে ভোট হয়। এতে প্রচন্ডের পক্ষে পড়ে ৬৩ ভোট, আর বিপক্ষে ১৯৪ ভোট।
আস্থা ভোটে হারায় প্রধানমন্ত্রী পদ থেকে প্রচন্ডকে পদত্যাগ করতেই হবে।
বার্তা সংস্থা এপি জানায়, ১৯ মাস ক্ষমতায় থাকার পর প্রচন্ডকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। ভোটের পর স্পিকার দেবরাজ গিমির ঘোষণা দিয়েছেন যে, ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী প্রচণ্ড। এজন্য তাকে পদত্যাগ করতে হবে।
ভোটের পর পার্লামেন্ট ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সদস্যদের সঙ্গে করমর্দন করেন প্রচন্ড। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল রাজনৈতিক দলগুলোকে নতুন সরকার গঠনের প্রস্তাব দেবেন।