Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে সড়ক থেকে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৩৫ এএম

নেপালে ভূমিধসে সড়ক থেকে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

ছবি: সংগৃহীত

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দুটি যাত্রীবাহী বাস সড়কে থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।

নেপালের ভরতপুর সড়ক বিভাগের বরাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় আজ ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচের নদীতে পড়ে যায়।

ইন্দ্রদেব যাদব বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন