Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে সরকারি হাসপাতালে অপারেশনের পর দৃষ্টি আরও হারালেন ১৬ রোগী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১০:৩৫ এএম

ভারতে সরকারি হাসপাতালে অপারেশনের পর দৃষ্টি আরও হারালেন ১৬ রোগী

ভারতে সরকারি হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়ে বিপাকে পড়েছেন রোগীরা। অন্তত ১৬ জন রোগী দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। অপারেশনের পরে তারা আরও বেশি ঘোলা দেখছেন। এ ছাড়া চোখ লাল হওয়ার পাশাপাশি ব্যথা হচ্ছে।

কলকাতার মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে এটি নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত।

ঘটনা প্রকাশ হওয়ার পর রোগীদের তড়িঘড়ি করে কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে নিয়ে চিকিৎসা শুরু করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি বিশেষ চক্ষুশিবির পরিচালনার সময় এ ঘটনা ঘটে। শিবিরের অংশ হিসেবে গত সপ্তাহের শুক্র ও শনিবার মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে  ৩৫ রোগীর চোখের ছানি কাটানোর অস্ত্রোপচার হয়। এর অধিকাংশই দৃষ্টিশক্তি হারিয়েছেন।

সরকার পক্ষের দাবি, সংখ্যাটা ১৬, তবে রোগীর পরিবারের তথ্যমতে সংখ্যা ২৫। 

এক রোগীর স্বজন বলেন, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রোগীকে হাসপাতালে ডেকে নেয়। সেখানে তিনি আরও ৮ রোগীকে পরীক্ষানিরীক্ষা করতে দেখেন। সব মিলিয়ে সংখ্যাটা ১৬ জনের বেশি।

কর্তৃপক্ষ ধারনা করছে, অপারেশন থিয়েটারে জীবাণুজনিত সমস্যা বা ওষুধের ত্রুটির কারণে এমন হয়ে থাকতে পারে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন