বজ্রপাতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। আজ শনিবার (৬ জুলাই) ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টিপাতসহ বজ্রপাত হয়েছে। বৃষ্টির সময় মাঠে কাজ করা ও গাছের নিচে আশ্রয় নেওয়া লোকেরা বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার জন্য বিহারের উত্তর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-মধ্য অংশে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একই সঙ্গে জারি করা হয়েছে প্রাথমিক সতর্কতা।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বজ্রপাতে শত শত মানুষ নিহত হয়।