ইরানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি সাঈদ জলিলিকে প্রায় ২৮ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
ইরানের নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পার্সটুডে। এর ফলে ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পেজেশকিয়ান।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট। বিপরীতে সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন এক কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯ ভোট।
১৯৫৪ সালে জন্ম নেওয়া পেজেশকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য। দেশটির পার্লামেন্টে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
নিজ মেয়াদের আড়াই বছরের মাথায় গত ২০মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর কারণে ইরানে ২৮ জুন নির্বাচন হয়। পরে তা দ্বিতীয় দফা ভোটে গড়ায়। সে অনুযায়ী গতকাল ৫ জুলাই ভোট হয়।