Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদি সরকারের পতন আগস্টের মধ্যেই, কী হিসাব লালুর?

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৫১ পিএম

মোদি সরকারের পতন আগস্টের মধ্যেই, কী হিসাব লালুর?

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

ভারতে আগস্টেই পতন হতে পারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের! শুক্রবার এক অনুষ্ঠানে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এমন দাবি করেছেন । তার ভাষ্য, কেন্দ্রীয় সরকার অত্যন্ত দুর্বল। ফলে যেকোন সময় ভেঙে পড়তে পারে। তাই দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় বলেন, আমি সমস্ত দলীয় কর্মীদের কাছে আর্জি জানাচ্ছি প্রস্তুত থাকার। কেননা যেকোন সময়ই নির্বাচন হতে পারে। দিল্লির মোদি সরকার খুবই দুর্বল। আগস্টের মধ্যে তা ভেঙে পড়তে পারে। 

এবারের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী বিফল করে বিজেপি মাত্র ২৪০টি আসন পেয়েছে। দলটির জোট এনডিএ সব মিলিয়ে পেয়েছে  ২৯৩ আসন। আগেরবার বিজেপি একাই তিন শতাধিক আসন পেয়েছিল। সরকার টিকিয়ে রাখতে মোদিকে সঙ্গে নিতে হয়েছে টিডিপি ও জেডিইউ মতো দলকে। এ নিয়ে বিরোধীরা নিয়মিত খোঁচা দিয়ে চলছেন বিজেপিকে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন