যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, স্টারমার হচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের নির্বাচনের নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির ব্যাপক ভরাডু্বি হয়েছে। লেবার পার্টি এরই মধ্যে ৪১১টি আসনে জয় পেয়েছে। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। আর ৭১টি আসনে জয় পেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
নির্বাচনে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে সেই পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষাতেই পাওয়া গিয়েছিল। সব ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কিয়ার স্টারমার।
যুক্তরাজ্যে সরকার গঠনের জন্য অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হয়। লেবার পার্টি তার চেয়ে ৮৫টি বেশি পেয়েছে। ৬৫০ আসনের মধ্যে বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত ৬৪৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে।
নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই। এখন আমাদের দেওয়ার সময়।’
এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। তবে জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। সূত্র : দ্য টেলিগ্রাফ