Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে 'সৎসঙ্গে' পদদলিত হয়ে নিহত ১২০

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতে 'সৎসঙ্গে' পদদলিত হয়ে নিহত ১২০

শিবের পূজা উপলক্ষে রাজধানী নয়াদিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাথরাস শহরে সমবেত হয়েছিলে পুণ্যার্থীরা।

ভারতের উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২০ জন নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে। আজ মঙ্গলবার (২ জুলাই) উত্তর প্রদেশের সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে হাতরাস নামে একজন ধর্মীয় প্রচারক তাবু টানিয়ে 'সৎসঙ্গে' অনুসারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, হিন্দু দেবতা শিবের পূজা উপলক্ষে রাজধানী নয়াদিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাথরাস শহরে ওই আয়োজনে সমবেত হয়েছিলে পুণ্যার্থীরা। 

পুলিশের ধারণা, অনুষ্ঠানস্থলে অনেক মানুষ ছিল। এ কারণে একপর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। এরপর অনেক মানুষ একসঙ্গে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় পদদলিত হয়ে হয়ে অনেক মানুষ মারা যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন