Logo
Logo
×

আন্তর্জাতিক

লাদাখে ট্যাংক নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার প্রাণহানি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম

লাদাখে ট্যাংক নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার প্রাণহানি

প্রতীকী ছবি

ভারতের চীন সীমান্তবর্তী অঞ্চল লাদাখে অনুশীলনের সময় ট্যাংক নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে এ ঘটনা ঘটে। যারা মারা গেছেন তাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সম দিবাগত রাত তিনটার দিকে একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনাদল। ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল। এমন সময় জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্ঘটনাটি ঘটে। খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি অনেক দূরে। সেখানে আসলে কী ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন