Logo
Logo
×

আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:৫১ এএম

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার

আটক জেনারেল জুনিগা। ছবি: বিবিসি

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়েছে। তবে সে চেষ্টায় ব্যর্থ হয়েছে। অভ্যুত্থানের চেষ্টা চালানো সেনারা রাজধানী লাপাজের প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলেছিল। যদিও শেষ পর্যন্ত বিদ্রোহী সেনারা ব্যারাকে ফিরে গেছেন এবং অভ্যুত্থান চেষ্টাকারী নেতা দেশটির সেনাপ্রধানকে পুলিশ আটক করেছে। 

আজ বৃহস্পতিবার (২৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানীর মুরিল্লো স্কয়ার ও আশপাশ এলাকায় সাঁজোয়া যান ও সেনারা অবস্থান নিয়েছিল। মুরিল্লো এলাকায়ই সরকারের গুরুত্বপূর্ণ ভবনগুলো অবস্থিত। পরবর্তীতে সেনাদের প্রত্যাহার করা হয়। 

বিদ্রোহী সেনাদের নেতা জেনারেল জুয়ান হোসে জুনিগা দাবি করেন, তিনি ‘গণতন্ত্র পুনর্গঠন’ করতে চান। তিনি প্রেসিডেন্ট লুইস আর্চেকে সম্মান করলেও সরকার পরিবর্তন চান। 

এদিকে, অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হলে জুনিগাকে আটক করা হয়। প্রেসিডেন্ট লুইস এই অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়েছেন। গণতন্ত্রকামী জনগণকে সংগঠিত এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেওয়া এক টেলিভিশন বার্তায় লুইস বলেন, আমরা বলিভিয়ানদের জীবন নিতে আরও একবার অভ্যুত্থান চেষ্টাকে বরদাস্ত করবো না। 

প্রেসিডেন্টের এই বক্তব্যের পর পরই তার সমর্থনে সরকারের সমর্থনে হাজারো গণতন্ত্রপন্থী জনতা রাস্তায় নেমে অবস্থান নেয়। এ ছাড়া লুইস আর্চে নতুন সামরিক প্রধান নিয়োগ দিয়েছেন এবং বলিভিয়ার সাবেক নেতা ইভো মোরালেসের সমালোচনা করায় জেনারেল জুনিগাকে বহিষ্কার করেছেন। 

অন্যদিকে, ইভো মোরালেসও এই অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়েছেন এবং জেনারেল জুনিগা ও তার সহযোগিদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন। পাবলিক প্রসিকিউটর অফিস ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন