Logo
Logo
×

আন্তর্জাতিক

কেজরিওয়াল আবার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১১:২২ পিএম

কেজরিওয়াল আবার গ্রেপ্তার

ইডির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে সিবিআই। গত বৃহস্পতিবার (২০ জুন) নিম্ন আদালতের অবকাশকালীন বিচারক অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। তবে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার আগেই শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

শুক্রবারই জামিনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২৩ জুন দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যান কেজরিওয়াল। এর শুনানির আগ মুহূর্তে তাকে কারাগারেই গ্রেপ্তার করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

কেজরিওয়ালকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে সিবিআই মিথ্যা মামলা করেছে। 

উল্লেখ্য, গত ২১ মার্চ লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। ভোটের আগে গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। তবে গত ২ জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়ালকে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন