Logo
Logo
×

আন্তর্জাতিক

এখনই অযোধ্যার রাম মন্দিরে ফাটল, চুইয়ে পড়ে পানি!

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম

এখনই অযোধ্যার রাম মন্দিরে ফাটল, চুইয়ে পড়ে পানি!

উদ্বোধনের ছ’মাস না পেরোতেই অযোধ্যার রাম মন্দিরের ছাদে ফাটল দেখা দিয়েছে। ছাদ চুইয়ে পানি পড়ছে। বৃষ্টির পর থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে।

রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস গতকাল সোমবার (২৪ জুন) জানান, অযোধ্যায় গত শনিবার মধ্যরাতে প্রথম ভারী বর্ষণ হয়। এরপর থেকে মন্দিরের গর্ভগৃহের ছাদে বড় ফাটল দেখা যায়। আর সেখান থেকে পূজারির বসার জায়গায় ঝরঝর করে পানি পড়ছে। এছাড়া ভিআইপি দর্শনের জন্য যেখানে সবাই সমবেত হয় সেখানেও বৃষ্টির পানি পড়ছিল বলে জানান তিনি।

মন্দিরের প্রধান পুরোহিত আরও বলেন, মন্দির নির্মাণে গাফিলতি রয়েছে। মন্দির চত্বর থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। এ কারণে এই সমস্যা দেখা দিয়েছে।

এদিকে খবর পেয়ে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দিরে এসে খোঁজখবর নিয়েছেন। তিনি ছাদ মেরামত ও পানি রোধ করার নির্দেশ দিয়েছেন। নৃপেন্দ্র মিশ্র বলেন, এখনো প্রথম তলার কাজ চলছে। আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে এই কাজ। ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ মন্দির নির্মাণের কাজ শেষ হবে তিনি আশা প্রকাশ করেন।

অপরদিকে মন্দির নির্মাণে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিরোধীদল কংগ্রেস। উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয় রায় বলছেন, শহিদদের কফিন হোক বা ভগবানের মন্দির, এ সবই বিজেপি’র কাছে দুর্নীতির সুযোগ হয়ে উঠেছে। দেশে বিশ্বাস ও পবিত্রতার প্রতীকও তাদের কাছে লুটের সুযোগ মাত্র।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন