Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ১০:২৫ পিএম

ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় তারা নিহত হয়। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধানের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার শাতি শরণার্থী শিবির ও তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে ৪২ ফিলিস্তিনি নিহত হয়। এরমধ্যে শাতিতে সাতটি বাড়িতে হামলায় নিহত হয়েছে ২৪ জন। তুফাহতে ১৮ জন নিহত হয়েছে।

এদিকে, অন্যদিকে, গাজায় দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) কার্যালয়ের কাছে শুক্রবার হামলা হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। তবে কারা এ হামলা করেছে, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পশ্চিম রাফার মানবিক এলাকা আল–মাওয়াসিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছে। ইসরায়েলি ট্যাংকের গোলা উদ্বাস্তু পরিবারগুলোর আশ্রয়স্থলের এক তাঁবুতে আঘাত হানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গাজার মানবিক অঞ্চল আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় হতাহতদের আল-আকসা হাসপাতালে নেওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন