Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ভেতরের যেকোন স্থানে হামলা চালাতে পারবে ইউক্রেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৩:১০ পিএম

রাশিয়ার ভেতরের যেকোন স্থানে হামলা চালাতে পারবে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরেও ‘যেকোন’ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে ইউক্রেন।  বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বার্তা জানানো হয়েছে।

এর আগে মার্কিন অস্ত্র দিয়ে শুধু খারকিভ অঞ্চলের কাছের ভূখণ্ডে হামলার অনুমোদন ছিল। ফলে নতুন এই বার্তাকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কর্মকর্তারা তখন বলেছিলেন, বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘নীতির মূল বিষয়বস্তু ছিল, রাশিয়া গুলি চালালে ইউক্রেনের পাল্টা গুলি চালানোর ক্ষমতা যেন থাকে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি, রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালাচ্ছে। এক্ষেত্রে ইউক্রেন মার্কিন অস্ত্র ব্যবহার করে সেই স্থলবাহিনীর ওপর পাল্টা গুলি চালানোর অধিকার রাখে।’

তিনি আরও বলেন, এটি আত্মরক্ষা। তাই তাদের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়াটা যৌক্তিক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন