Logo
Logo
×

আন্তর্জাতিক

সব দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায় তালেবান

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৩৯ পিএম

সব দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায় তালেবান

বিশ্বের সমস্ত দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় আফগানিস্তান। স্থানীয় সময় শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় এ তথ্য জানান তালেবান সরকারের প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা।

আখুন্দজাদা বলেন, আফগানিস্তান শরিয়ার কাঠামোর মধ্যে থেকে সকল দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। এ উদ্দেশ্য বাস্তবায়নে বিশেষ করে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে কাজ করছে তার সরকার। এসময় তিনি বন্যা, ঝড়বৃষ্টি ও অন্যান্য দুর্যোগের কারণে দেশের উল্লেখযোগ্য ক্ষতি এবং দেশবাসীর সীমাহূন দুর্ভোগের কথাও উল্লেখ করেন।

আখুন্দজাদা গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এই জঘন্য অপরাধ ও নৃশংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে আমরা অন্যান্য দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা পালন করবে আফগানিস্তান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন