Logo
Logo
×

আন্তর্জাতিক

রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৩:৫৩ এএম

রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছেন। তিনি বলেছেন, প্রচলিত রীতি অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে। রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। 

গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি নির্দেশনাটি জারি করেন। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কোরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের ২৮টি রাজ্যের ২০টিতেই গরু জবাই নিষিদ্ধ। এসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। 

মুসলিম নাগরিকদের প্রতি আদিত্যনাথের বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে সংবাদ সংস্থা আইএএনএসে। এতে বলা হয়েছে, ‘ঈদে কোরবানির স্থান আগে থেকেই চিহ্নিত করা উচিত। অন্য জায়গায় কোরবানি করা উচিত নয়। বিতর্কিত বা স্পর্শকাতর স্থানেও কোরবানি করা উচিত নয়। কর্মকর্তাদের নিশ্চিত করা উচিত, যেন নিষিদ্ধ পশু কোরবানি করা না হয়। পশু জবাইয়ের পর বর্জ্য নিষ্পত্তির জন্য একটি পদ্ধতিগত কর্ম পরিকল্পনা সমস্ত জেলায় চালু করা উচিত।’ 

এদিকে ভারতের মুসলিমদের কোরবানির পশু জবাই করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দ। গতকাল বৃহস্পতিবার তিনি মুসলিমদের প্রতি এই আহ্বান জানান দলের প্রেসিডেন্ট মাওলানা আরসাদ মাদানি। 

তিনি আরও বলেন, কোরবানির বিষয়ে মুসলিমদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কোরবানির পশু জবাই করার কোনো ছবি বা ভিডিও যোগাযোগ মাধ্যমে পোস্ট করার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে। যদি কোথাও পশু কোরবানি দিতে বাধা দেওয়া হয়, তবে ঝামেলা এড়িয়ে সেখানকার প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন