Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরের স্কুলে ভারতের জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করল মোদি সরকার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:৫২ পিএম

কাশ্মীরের স্কুলে ভারতের জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করল মোদি সরকার

অধীকৃত জম্মু ও কাশ্মীরের সব স্কুলে সকালের অ্যাসেম্বলিতে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক করেছে নরেন্দ্র মোদির সরকার। গত বুধবার এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন উপরাজ্যপাল। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটির সব স্কুলকেই কঠোরভাবে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। তার আগে কাশ্মীরের নিজস্ব পতাকা ও রাজ্য সঙ্গীত ছিল। বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল এবং কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার পর সেসবও বাতিল হয়। 

তারপর থেকে কাশ্মীরের স্কুলে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক এবং গাওয়াও হয়। তবে প্রশাসনের নজরে এসেছে, অনেক স্কুল এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগী নয়। সেকারণে নতুন করে নির্দেশ জারি করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে স্কুলগুলিকে মোট ১৬ দফা নির্দেশিকা দিয়েছে  প্রশাসন। যার মধ্যে প্রধান হল, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকালের অ্যাসেম্বলি শুরু করা। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন