Logo
Logo
×

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ৪ বাংলাদেশি গ্রেপ্তার, লোকসভায় ভোটও দিয়েছে তারা!

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৫:৩২ এএম

মহারাষ্ট্রে ৪ বাংলাদেশি গ্রেপ্তার, লোকসভায় ভোটও দিয়েছে তারা!

ছবি : এআই নির্মিত প্রতীকী

ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশি নাগরিকেরা ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াড (সন্ত্রাসবিরোধী স্কোয়াড) চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার চারজন হলেন- রিয়াজ হোসেন শেখ (৩৩), সুলতান সিদ্দিক শেখ (৫৪), ইব্রাহিম সাইফুল্লাহ শেখ (৪৬) ও ফারুক ওসমান গনি শেখ (৩৯)। রিয়াজ আন্ধেরি এলাকায়  বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন, সুলতান অটোরিকশা চালাতেন মুম্বাইয়ে, ইব্রাহিত মুম্বাইয়ের মাহুল এলাকায় সবজি বেচতেন। ফারুকও মুম্বাই এলাকায় বসবাস করতেন।

চারজনের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে বলে ভারতের পুলিশ জানতে পেরেছে। তদন্তে তারা আরও জানতে পেরেছে, এই চার বাংলাদেশি গুজরাটে পাসপোর্ট জাল করতেন। আবার কয়েকজন জাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং সেখানে চাকরি করছেন। মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াড এ ঘটনায় বিদেশি কোনো সংযোগ আছে কিনা সেটি তদন্ত করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন